
গত ২৮ জুন ঈদুল আজহা আগের দিন খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের কুমিরা ঘাটে – সন্দ্বীপ জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ব্যাপক ভাংচুরের ঘটনার নিন্দা এবং ওই ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন করেছে জাতীয় সমাজতন্ত্রী দল- জাসদ সন্দ্বীপ উপজেলা। গত কাল শুক্রবার সকাল ১০টা সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পেশ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। তিনি বলেন, গত ২৯ জুন ঈদুল আজহা ছিল। সারাদেশের মতো সন্দ্বীপের মানুষও ঈদে বাড়ি ফেরার উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে রাত দুইটা হতে কুমিরা ঘাটা একত্রিত হয়। ঐদিন মাত্র একটি ট্রিপ দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বলা হয়েছিল ঐদিন তিন নম্বর সিগন্যাল ছিল। অথচ সেই দিন কোন ঘূর্ণিঝড়ে সিগনাল ছিল না। বরং ওটা ছিল বর্ষাকালীন আবহাওয়া সিগন্যাল। প্রথম ট্রিপ জাহাজ চলাচল করার পর পূর্ব ঘোষণা ছাড়া ট্রিপ বন্ধ হওয়ার পর ঐদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনার পর কিছু যাত্রীদের মারধর করা হয় এবং নয়জন যাত্রীকে আটক করা হয়। তিনি বলেন, সারাদেশে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে সে তুলনায় সন্দ্বীপের তেমন উন্নয়ন হয়নি। সন্দ্বীপের মানুষ এখন স্মার্ট যুগে এসেও অতি কষ্ট বাড়ি ফিরতে হয। সন্দ্বীপ কি বাংলাদেশে বাইরের ? সন্দ্বীপকে বাদ দিয়ে কিভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। সংবাদ সম্মেলনে সরকারের কাছে চারটি দাবি উপস্থাপন করা হয়। সেগুলো হচ্ছে- আটককৃত নয় যাত্রীকে মামলা থেকে অব্যাহতি দিতে হবে, সাধারণ সময়ে দিনে দুইটি ট্রিপ এবং ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবের দিনে ৩টি ট্রিটপ চালু রাখতে হবে। সাধারণ ট্রিপ একটা সদরঘাট টু গুপ্তছড়া ও অন্যটি কুমিরা। সন্দ্বীপের পশ্চিম অংশে উঠানামার জন্য যে সি ট্র্যাক চালু ছিল, তা পুনরায় পূর্ব দিকেও চালু করতে হবে। এ অঞ্চলকে নৌ-বন্দর হিসেবে ঘোষণা করতে হবে।
এই সময় জাসদ এর উত্তর জেলা সাধারণ সম্পাদক আহমেদ হোসেন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সন্দ্বীপ সন্তান নুরুল আকতার। বিশেষ অতিথি ছিলেন
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, নিরাপদ নৌ যোগাযোগ আন্দোলন এর সাধারন সম্পাদক আমিনুর রসুল বাবুল, মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, স্থানীয় নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দ।