সম্পূর্ন হলো আগানগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

গেল ১২ নভেম্বর রবিবার কুমিল্লার বরুড়া আগানগর আবুল বসির কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন শরাফতি স্কাই কিং৭নং ওয়ার্ড বনাম লিজেন্ড অফ আগানগর এফসি ৪নং ওয়ার্ড।খেলা পরিচালনা করেন বাফুফে রেফারি মাসুম খন্দকার এবং তার দুই সহকারী মাঠ পরিচালক হারুনুর রশিদ ও আবু তাহের ।

হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ ছিল ভরপুর। খেলায় রাশেদুল আমীন সরকারের উপস্থাপনায় স্হানীয় অসংখ্য নামকরা ধারাভাষ্যে জমজমাট হয়ে ওঠে খেলা।

বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম,বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ প্রধান, রিয়ার এডমিরাল আবু তাহের, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাবেক মেয়র বাহাদুরজ্জান,ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু,৯নং দক্ষিণ শীলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভূঁইয়া ১৩নং আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ,মোঃ কামাল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
কামরুন নাহার শিখা,বিশিষ্ট সমাজ সেবক আবুল বশির প্রমুখ।