হাটহাজারীতে কোটিপতি কৃষকের মেলা অনুষ্ঠিত

দেশের প্রথম বারের মতো চট্টগ্রামের হাটহাজারীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে নানান কর্মসূচির মধ্যদিয়ে কোটিপতি কৃষকের মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের ডিজিটাল বাংলাদেশ এরপর স্মার্ট দেশ বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে স্মার্ট কৃষক ও উদ্যোক্তা সৃষ্টি করতে এই কোটিপতি কৃষক মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত শীত মৌসুমে এই উপজেলায় চট্টগ্রাম বিভাগের মধ্যে সরিষা উৎপাদন শ্রেষ্ট হয়ে দেশ জুড়ে সারা জাগিয়েছে। উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কৃষকদের মধ্যে অনুপ্রেরনা সৃষ্টি করতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে সকলকে সচেষ্ট থাকবে হবে।উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করা দরকার সর্বাগ্রে। বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে ৩য়, ফলমূল ও মাছ উৎপাদন বিশ্বে ৪র্থ বলে উল্লেখ করে বলেন, এই কৃতৃত্ব আমাদের দেশের কৃষকদের।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন শিকদার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাসেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, কৃষি উদ্যোক্তা এবিএম আতাউল্লাহ ও মহিলা উদ্যোক্তা কমরুল তাজ, ব্যাংকার হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ ও যাদব চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।