এমবিএ এসোসিয়েশনের চতুর্থ কনভেনশন ও পারিবারিক পুনর্মিলনী ৭ ও ৮ই ফেব্রুয়ারি

আগামী ৭ ও ৮ই ফেব্রুয়ারি কক্সবাজারে ৩০ বছরের বন্ধনের ঐতিহা” কে প্রতিপাদ্য করে এমবিএ এসোসিয়েশন, ইউনিভার্সিটি অফ চিটাগং (MAUC) এর চতুর্থ কনভেনশন ও পারিবারিক পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন এমবিএ অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অফ চিটাগং (MAUC),বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন এবং মর্যাদাপূর্ণ অ্যালামনাই সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (FBA) ছয়টি বিভাগের অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করে- অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বর্তমানে ২৯টি ব্যাচের অ্যালামনাই ও ছয়টি চলমান ব্যাচের শিক্ষার্থীরা MAUC-এর সাথে যুক্ত হয়ে সংগঠনটিকে আরও শক্তিশালী করে তুলছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক চবিয়ানরা দেশের উন্নয়নে অবদান রাখছে। দেশের প্রতিটি উন্নয়নমূলক কাজে চবিয়ানরা জড়িত। সরকারি-বেসরকারি ও সমাজ সেবামূলক কাজেও অবদান রেখে চলেছে এ-বিদ্যাপীঠের কৃতী শিক্ষার্থীরা।
এই সংগঠন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বড় পরিসরে ভবিষ্যতে কাজ করবে। সেই লক্ষ্যে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সংগঠনটি।

উপস্থিত সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘৩০ বছরের বন্ধনের ঐতিহ্য’। দুই দিনের এই আয়োজনে থাকছে বিচ র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান। পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অ্যালামনাই ও পরিবারের সদস্যদের অংশগ্রহণ।সাংস্কৃতিক সন্ধ্যা ও গালা ডিনার,দেশীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
ক্রীড়া ও পারিবারিক কার্যক্রম প্রীতি ফুটবল ম্যাচ, এলাম্বাই ও তাদের পরিবার এবং শিশুদের জন্য বিশেষ খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। বার্ষিক সাধারণ সভা (AGM) ও কনভেনশন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্ব হস্তান্তর নিয়ে আলোচনা। গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও উপহার। MAUC-এ বিশেষ অবদানের জন্য সংবর্ধনা ও স্মারক প্রদান করা হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা এনামুল হক পিন্টু, সিনয়ির সহ সভাপতি ওবায়দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াজেদ আলী, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, মিডিয়া কমিটির চেয়ারম্যান এডভোকেট তসলিমুল আলম প্রমুখ।