
দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে মিরসরাই কলেজ ছাত্রদল।
রবিবার (১০ মার্চ) দুপুরে মিরসরাই কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করা হয়। এতে মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ারের সভাপতিত্বে ও মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই পৌর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম নিসান, মিরসরাই কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম, এমরান হোসেন, ফখরুল ইসলাম, নাজমুল হোসেন, ফরহাদ হোসেন, রফিকুল ইসলাম, অভি, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন রাব্বি প্রমুখ। এতে মিরসরাই কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা দেশের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি, খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনকে আরো সোচ্চার ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহব্বান জানান। একইসাথে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।