
কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে জাকের হোসেন (৫০) নামের একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুনঘোনা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাকের হোসেন ওই এলাকার মৃত নওশা মিয়ার পুত্র।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নতুনঘোনায় অভিযান চালায়। এসময় জাকের হোসেন নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। আগামিকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পড়েছেনঃ ১৮২