হাটহাজারীতে অগ্নিকাণ্ডে নি:স্ব এক পরিবার

আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি,

 

হাটহাজারী উপজেলার ফতেপুরে তালাবদ্ধ একটি টিনঘরে ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিশ মিনিটে ঘরের পাকা খুঁটি আর উপরের টিন ছাড়া ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা শুরু থেকে পার্শ্ববর্তী পুকুর ও বিলে জমানো পানি থেকে আপ্রাণ চেষ্টা করেও কিছু রক্ষা করতে পারেনি। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল গিয়ে জলন্ত আগুন নির্বাপন করেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুর বারোটার দিকে ওই ইউনিয়নের ইসলামিয়াহাট মালেক মেম্বার দোকান পার্শ্ববর্তী ইসহাক কোম্পানির বাড়ির মনছুরের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে অগ্নিকাণ্ডের শুরুতে দেখা গেছে, তালাবদ্ধ ওই ঘরের রান্না ঘরে দাউ দাউ আগুন জলছে। শুষ্ক মৌসুম আর টিনসেড হওয়ায় আগুনের লেলিহান শিখা মুহুর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী ও স্থানীয়রা ব্যবসায়ী ও ফতেপুর মাদ্রাসার ছাত্ররা ধোঁয়া দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে নেমে পড়ে। কিন্তু আগুনের তীব্রতা মাত্র বিশ মিনিটে সব পুড়ে ছাই করে দেয়। ক্ষতিগ্রস্থ ঘরের লাগোয়া বশরের পাকা দেয়াল আংশিক ক্ষতিগ্রস্থ হলেও দ্রুত ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়।

 

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরো বিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় শশুড় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জানিয়ে মোঃ মনছুর কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার সব শেষ। ঘরের কিছুই বাকি রইল না। অগ্নিকাণ্ডে দশ লাখ টাকার উপর তার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি সদস্য মো. নাঈম বলেন, ধারনা করছি বিদ্যুত গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ঘর তালাবদ্ধ ছিল। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

 

ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল মন্নান বলেন, প্রাথমিক ধারনা ইলেক্ট্রিক শর্ট থেকে আগুনের সূত্রপাত। ভিকটিম জানিয়েছেন দশ লাখ টাকার মত তার ক্ষতি হয়েছে।