বাকলিয়ায় জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার চুরি

নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার আওতাদিন রসুলবাগ আবাসিক এলাকায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাত আনুমানিক নয়টার দিকে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। এসময় বাসার সব স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর।

 

জানা যায়, রসুলবাগ আবাসিক এলাকা এ ব্লকে মাহফুজ ভিলা নামের একটি বিল্ডিং এর নিচ তলায় আনুমানিক রাত নয়টার দিকে একদল চোর জানালার গ্রিল কেটে বাসার ভেতর ঢুকে চুরি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ আরো অনেক কিছু নিয়ে যায় । ঘটনার সময় সকল সদস্যরা একটি পারিবারিক অনুষ্ঠানে বাইরে ছিল।

 

ভুক্তভোগী জানান ঘটনার দিন আমরা বাসার সবাই একটা পারিবারিক অনুষ্ঠানে বাইরে গিয়েছিলাম, পরে রাত দশটার দিকে এসে যখন বাসার দরজা খুলতে যাই তখন দেখি দরজা ভেতর থেকে লক করা আছে। তখন আমাদের মনে একটু সন্দেহ ঢুকে যায়।পরে নিচ থেকে দারোয়ানসহ কিছু লোকজনের উপস্থিতিতে আমরা দরজা ভেঙে বাসার ভিতরে ঢুকতে সক্ষম হই এবং ঘরে ঢুকার সাথে সাথে যখন আমরা আমাদের বেডরুমে ঢুকি তখন দেখি যে ঘরের সবকিছু এলোমেলো। আলমারির তালা ভাঙ্গা,ভেতরের সকল কাপড় চোপড় খাটের উপর বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে আছে।তখন আমাদের আর বুঝতে দেরি হলো না যে আমাদের ঘর চুরি হয়েছে।

 

ভুক্তভোগী আরো বলেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের প্রায় ১২-১৩ ভরির মতো স্বর্ণালংকার ছিল, ক্যাশ টাকা ছিল তাই প্রায় দুই লাখের মতো। অনেক দামি কাপড়চোপড় ও মূল্যবান জিনিস ছিল।আমাদের সবকিছু চুরি করে চোর নিয়ে গেছে। আমরা পথে বসে গেছি। সাথে সাথে আমরা সমাধানে কোন পথ খুঁজে না পেয়ে আমাদের পার্শ্ববর্তী বাকলিয়া থানায় কল দিলে ততক্ষণাত এস এই রেজাউল ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে পুলিশ সদস্য অতি শীঘ্রই সুষ্টু তদন্তের মাধ্যমে চোরকে সনাক্ত করে সকল চুরি হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করবেন বলে আস্বস্ত করেন।

 

এদিকে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি রসুলবাগের চুরির ঘটনাটা জানতে পেরেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আমার থানার এস আই রেজাউলের নেতৃত্বে একটা ঠিম পাঠিয়েছি এবং ঘটনাস্থলে গিয়ে তার চুরির সত্যতা পেয়েছে। আমরা ভুক্তভোগী’র অভিযোগ আকারে (সাধারণ ডায়েরি) বক্তব্য নিয়েছি আর খুব শীঘ্রই চোরকে সনাক্ত করার জন্য তদন্ত শুরু করছি। চুরি হওয়া মালামাল উদ্ধারে আমাদের আন্তরিকতা বা চেষ্টার কোন জায়গায় ত্রুটি থাকবে না।