
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর কর্মী-সমর্থকরা মহান বিজয় দিবস উপলক্ষে এক ভিন্নরকম মোটর শোভাযাত্রা করেছে। প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই শোভাযাত্রায় ১০ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়।
রোববার সকাল নয়টায় উপজেলার বড় দারোগারহাট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু করা হয়৷ এতে সার্বিক পরিচালনায় ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোরসালিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরুল ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। শোভাযাত্রাটি সীতাকুণ্ডের সিটি গেইট, একেখান, অলংকার মোড়ে গিয়ে এলাকায় গিয়ে সমাপ্ত হয়৷ এসময় শতশত নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এর ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
এর আগে সকাল আটটা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সীতাকুণ্ড উপজেলায় ১০টি ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা বড় দারোগারহাট এলাকায় জমায়েত হতে শুরু করে৷ বেলা সাড়ে নয়টায় মোটর শোভাযাত্রাটি বিজয় দিবসের গানে গানে, স্বাধীনতা সংগ্রামের এগিয়ে যায়৷
স্থানীয়রা জানান, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর ছবি, প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুনে সারদেশ সজ্জিত দৃষ্টিনন্দন র্যালীটি পুরো চট্টগ্রামবাসীর নজর কেড়েছে।
র্যালী থেকে মুক্তিযুদ্ধের বিজয়ের গান, স্বাধীনতা সংগ্রামের শ্লোগান, শহীদ জিয়ার ঘোষণাসহ স্বাধীনতা যুদ্ধের নানা স্মারক তুলে ধরা হয়।
সীতাকুণ্ড বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, সীতাকুণ্ড বিএনপি সবসময় বড় পরিসরে বিজয় দিবস উদযাপন করে আসছে। সীতাকুণ্ড বিএনপির অভিভাবক আসলাম চৌধুরী জেলে থাকাকালীন সময়েও পুলিশি বাধা উপেক্ষা করে ভয়ভীতি মাড়িয়ে এ আয়োজন কখনও বন্ধ ছিলোনা। মুক্তিযুদ্ধ তথা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে বিএনপি বিজয় দিবসকে মহাসমারোহে উদযাপন করে।
শোভা যাত্রায় অংশ নেন উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, মুক্তিযোদ্ধা মহরম আলী, সালামত উল্লাহ, ইদ্রিচ মিয়া, ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন মেম্বার প্রমুখ।













