ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে ০১ টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং ০৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে কৃত্রিম রং মিশ্রণ ও মেয়াদ উত্তীর্ণ বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩০ মার্চ ২০২২ ইং তারিখ ১১:০০ ঘটিকা হতে ১৫:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে বর্ণিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এমএস কামাল এন্টারপ্রাইজ, ডাবল মুরিং, চট্টগ্রাম; এমএস সিরাজ এন্টারপ্রাইজ, পাহাড়তলী, চট্টগ্রাম; এমএস পারভেজ অ্যান্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ, পাহাড়তলী, চট্টগ্রাম; এমএস দরবার এন্টারপ্রাইজ, পাহাড়তলী, চট্টগ্রাম প্রতিষ্ঠানকে সর্বমোট ১,৪০,০০০ টাকা জরিমানা এবং এমএস তাসমিন এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান সীলগালা করে।  জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।