ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৩১ মার্চ) বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা -০৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।

তিনি বলেন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অহেতুক কোন মালামাল মজুত রাখা যাবে না। যদি কেহ রাখে তাকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, ও বাজার ব্যবসায়ী সমতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীকবৃন্দ,লালমোহন উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।