রাউজানে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলন ২৪ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোনায়েদ কবীর সোহাগ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অতীষদর্শী চকমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস।
এসময় সময় স্খানীয় ইউপি সচিব, উদ্যোক্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ৩য় পর্যায়ে রাউজানে ১২৮ পরিবার ঘর ও জমি পাচ্ছে।