বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার।

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের সামাজিক সংগঠন বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে শিশুদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামি জিজ্ঞাসা, এবং ক্ষুদে রোজাদারদের পুরস্কার সহ শিশুদের সাথে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত ।
পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা মার্কেটের (তৃতীয় তলায়) কুটুমবাড়ি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুঠিত হয়। শিশুদের সাথে যারা উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জনাব গোলাম মাওলা নকীব, উদ্দীপন এর যোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক জনাব কাইয়ুম হোসেন, পিরোজপুর সাহিত্য পরিষদের আহবায়ক খায়রুন্নাহার রুবি, বাবুই পাঠাগারের সহ সভাপতি কবি মাসুম খান, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এইচডিটির পরিচালক মেহেদী হাসান, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস, বাবুই পাঠাগারে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রাণফোঁটা যুব সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ম. শহিদুল্লাহ, সদস্য মশিউর রহমান, স্বপ্নতরী স্পোটিং ক্লাব এর পরিচালক রেদোয়ানুল ইসলাম, দোয়া পরিচালনা করেন বাবুই এর সদস্য ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আরিফুজ্জামান,
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন এইচডিটি, জিএস ট্রেডিং, কলেজ ক্যাফে