
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে আলী আহমদ (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আহমদএকই ইউনিয়নের আব্দুল্লাহ পাড়া এলাকার মো.হোসেনের ছেলে। পেশায় তিনি একজন জেলে। ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, আলী আহমদ দুপুরে মগনামার ভোলাখালে মাছ শিকার করতে যায়। এসময় হঠাৎ প্রচন্ড বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়েছেনঃ ৯২