গিনেস বুকে নাম লেখাল হাটহাজারীর আয়মান

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ : এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাল চট্টগ্রামের হাটহাজারীর কিশোর আয়মান মুহাম্মদ (১৬)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আয়মান জানায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রেকর্ডটি ব্রেক করার জন্য গিনেস বুকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করি। ১৭ মার্চ গিনেস বুক কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে আবেদনটি গ্রহণের কথা জানায় এবং রেকর্ডটির ভিডিও বার্তা পাঠানোর জন্য বলে। তাদের নির্দেশনা অনুযায়ী রেকর্ডটির ভিডিও বার্তা পাঠাই। গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে রেকর্ডটির ফলাফল জানানো হয়। আমি এখন এই ক্যাটাগরিতে রেকর্ড হোল্ডার। আগামী কয়েক মাসের মধ্য গিনেস বুকের রেকর্ড ব্রেক করার স্বীকৃতিপত্র প্রেরণ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আয়মান উপজেলার মেখল ইউনিয়নের আমান শাহ্ বাড়ির ওমান প্রবাসী মো. মুসার ছেলে। সে চার ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ। আয়মান হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। তার সফল্যে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।