নবগঠিত মধ্যনগর উপজেলায় সুধী সমাবেশ অনুষ্ঠিত নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর যোগদান 

এম এ মান্নান ,সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা প্রশাননিক কার্যক্রম শুরু ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানকে বরণ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। রবিবার সকাল ১ টায় মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্টিত হয়। আয়োজনে মধ্যনগর উপজেলা প্রশাসন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান পলাশ। মধ্যনগর উপজেলার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, নবাগত নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আসাদ্দুজামান সেন্টু, ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. মোবারক হোসেন তালুকদার,সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, ধর্মপাশা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, প্রকল্প কর্মকর্তা প্রজেষ চন্দ্র তালুকদার, বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,যুবলীগ সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, মধ্যনগর থানার ওসি জাহিদ হাসান, চেয়ারম্যান নুর নবী তালুকদার, রাসেল আহমেদ, আলমগীর খসরু, সনজিব তালুকদার টিটু, উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক এম এ মান্নান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এমপি রতন বলেন, মধ্যনগরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হয়েছে, এই জন্য বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখা হাসিনাকে হাওরাঞ্চলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সেই সাথে নবগঠিত উপজেলার নবাগত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানকে শুভেচ্ছা জানাই, যাতে করে নতুন উপজেলার সুন্দর ভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।