রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ আগস্ট) বান্দরবানে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সহ রুমা উপজেলায় নয়টি সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক শত তিন জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারিরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি, জাতীয় পতাকা, গ্রামীণ জীবনের বৈচিত্র্য, পাহাড়ের ঝিড়ি ঝর্না সহ বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশ করে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চিরন্তন আটাশের রুমা জোন কমান্ডার লে. কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা, উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরান, মেজর বদরুল ইসলাম সহ সেনাবাহিনীর কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।