মধ্যনগর সদর ইউনিয়ন কতৃক আয়োজিত বন্যার্ত আংশিক ক্ষতি গ্রস্ত ২৫ জনকে ৫ হাজার করে টাকা বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন কতৃক আয়োজিত বন্যায় আংশিক ক্ষতিগ্রস্থ ২৫ জনকে ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট রবিবার ৪ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জি আর অর্থায়নের বিশেষ অনুদান হিসেবে, চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার এর উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ,মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, সচিব এ কে এম রুহুল আমিন, সদস্য আর্শাদ তালুকদার, আঃ সাত্তার, সনেট তালুকদার সহ অন্যান্যদের মাঝে সংরক্ষিত নারী সদস্য কাকলী তালুকদার,প্রানগোপাল চৌধুরী আলী উছমান প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, মধ্যনগর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এবং প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করে স্বাবলম্বিতার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।