পিরোজপুরে বাঁধ সংরক্ষনের দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া-মিরুখালী সড়কের পাশ্ববর্তী একটি খালে সড়ক ও জনপদ বিভাগের নির্মিত বাঁধটি সংরক্ষনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বেগম শেখ ফজিলাতুনন্নেসা  মহিলা কামিল মাদ্রাসার  শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার সকাল ১০ টায় মঠবাড়িয়া-মিরুখালী সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মাওঃ আবুল কালাম, অধ্যক্ষ মাওঃ নজরুল শরীফ সহ মাদ্রাসার অভিভাবক ও  শিক্ষার্থীরা ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসী এবং এখানকার মাদ্রাসা ও স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীরা এ বাঁধ ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করে। ফলে এ বাঁধের স্থলে একটি কালভার্ট নির্মান না হওয়া পর্যন্ত তারা এ বাঁধটি অপসারন না করার দাবী জানান।