সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে এক শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলণেরর আয়োজন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে সদ্য প্রতিষ্টিত উপজেলার গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল উপজেলা সদরের মসজিদ কোয়াটার মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলণের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল তাঁর লিখিত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ ও গৃহায়ণ প্রকল্পের আওতায় ঘর দেয়ার কথা বলে উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এখলাস উদ্দিন এলাকার বেশকিছু দরিদ্র পরিবারের লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এরপরও তারা ঘর না পেয়ে বিষয়টি আমাকে জানায় এবং আমারই পরামর্শে ওইসব ভূক্তভোগী পরিবারের লোকজন এ বিষয়ে সম্প্রতি ওই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর এর পর থেকেই ইউপি সদস্য এখলাস উদ্দিন আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তিনি আমাকে দেখে নিবেন বলে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় সম্প্রতি তিনি স্থানীয় কতিপয় সাংবাদিককে ম্যাসেজ করে আমিসহ আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। আজ এই সংবাদ সম্মেলণের মাধ্যমে আমিসহ আমার পরিবারের লোকজনকে জড়িয়ে প্রকাশিত এসব মিথ্যা, বানোয়াট, আজগুবি ও ভিত্তহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে জানতে ইউপি সদস্য এখলাস উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করার পরও তিনি ফোন রিসিভার না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।