হাটহাজারী প্রতিনিধি: দক্ষিন পূর্ব এশিয়া মহাদেশের অন্যতম মৎস প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদী থেকে বোয়াল মাছ শিকারের অপরাধে হালদার পাহারাদার মো.নাজিম উদ্দিন (৩৮)নামের মাছ শিকারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন।রবিবার(৭আগষ্ট)দুপুর দুইটার দিকে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মো.শাহিদুল আলম কারাদণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত নাজিম গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জব্বার বলি বাড়ীর মো.শাহ আলমের পুত্র।এছাড়াও হালদার পাহারাদার (আইভিএফ)এর সেচ্ছাসেবক বলেও জানা গেছে।
নির্বাহী মাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম বলেন,গত দুই রাতে নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি হালদা নদী থেকে ১৪ কেজি উজনের একটি বোয়াল মাছ ও একটি কাতলা শিকার করে। গোপন তথ্যের ভিত্তিতে ও মাছ শিকারী ব্যক্তিকে আটক করি।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার স্বীকারোক্তিতে সাত দিনের কারাদন্ড দেয়া হয়।আটককৃতকে আদালতে প্রেরন করেছে পুলিশ। তবে মাছ দুইটি উদ্ধার করা সম্ভব হয়নি।