বেতাগীতে অসহায়দের মাঝে ধ্রুবতারার শীতবস্ত্র বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে শীতার্ত অসহায় নারী-পুরুষের মধ্যে শীত বস্র বিতরন করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আই,পিডিসি’র সহযোগিতায় আজ(১১,জানুয়ারি) বেতাগী উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে শীতবস্ত্র বিতরণ আয়োজনে উপস্থিত  ছিলেন, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সাইদুল ইসলাম মন্টু, বেতাগী  রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোহাম্মদ শাহদাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সজল মাহমুদ ও বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ মন্নান হাওলাদার, সাধারন সম্পাদক(ধ্রুবতারা বেতাগী উপজেলা) মোঃ হোসাইন সিপাহী সহ সকল সদস্য।  শীতবস্ত্র পেয়ে শীতার্ত অস্বচ্ছল দরিদ্র পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আল্লাহর কাছে দোয়া করছি,আপনার যেন গরীবের জন্য আরও সাহায্য করতে পারেন।ধ্রুবতারার সাধারন সম্পাদক, হোসাইন সিপাহী বলেন,আমরা আনন্দিত শীতার্তদের পাশে দাঁড়াতে পেরেছি।