বেতাগী বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা মরহুম ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল কবির ওয়াসিম (৪৩) গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের ১০৯ পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জানাজা নামাজ শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, মা ও বড় ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেথে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে স্বজন প্রথমে তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) ভর্তি করেন। শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। অ্যাম্বুল্যান্সে ঢাকা নেওয়ার পথে ভাঙা নামক স্থানে সাড়ে চারটায় ইন্তেকাল করেন।