হাটহাজারীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা, গুরুতর আহত ৪

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: তুচ্ছ বিষয় নিয়ে হাটহাজারীতে ঘরের আসবাবপত্র ভাংচুর ও প্রতিপক্ষের অতর্কিত হামলা ও দেশীয় রামদা কিরিচ দিয়ে  কুপিয়ে  ৪জনকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। তারমধ্যে ফাতেমা বেগম(৪৫)নামের একজন মহিলা আশংজনক বলে জানা গেছে।শুক্রবার (১৯আগষ্ট)সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৭নং ওয়ার্ড আদর্শগ্রামের দক্ষিণ পাহাড়ে এ ঘটনা ঘটে। হামলা ও ভাংচুরের ঘটনায় অপরপক্ষের হাসান(৩৩)নামের একজন গুরুতর আহত হয়েছে। উভয়পক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে, গুরুতর হওয়ায় ফাতেমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা রুজু হয়নি।তবে থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, মারামারির ঘটনায় দুই পক্ষ থানায় এসেছে।হাসপাতাল চিকিৎসা করে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। আহত ব্যক্তিরা হল মোঃজামাল ড্রাইভার (৫৫)ফাতেমা বেগম(৪৫)পারভেজ(২৪)তারেক (২০), তবে অপর পক্ষের  হাসান(৩৩) নামের একজনও আহত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত জানা যায়, ফাতেমা বেগমের তিন বোন রয়েছে। তাদের মা সাইরা খাতুন মারা যাওয়ার পর মায়ের (সরকারী বন্দোবস্তি) জায়গা তার অপর বোন শিরু আকতার ছেলে মেয়েদের নিয়ে অবৈধ ভাবে দখল করে আছে।একাধিকবার মায়ের সম্পত্তি তিন বোনের মধ্যে  ভাগ করতে বলা হলেও কোন সোরাহা না হওয়ায় ফাতেমা বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ করেন।,তদন্ত করে জায়গা তিন ভাগ করতে নির্দেশ দিলেও শিরু আকতারের ছেলে হাসান,হোসাইন মানতে নারাজ,এমনকি ভুমি অফিস থেকে তৌসিলদার জায়গা পরিমাপ করতে গেলেও তাদের উপর ক্ষিপ্ত হয় হাসানও হোসাইন।  একপর্যায়ে শিরু আকতার মহামান্য আদালতে একটি নিষেধাজ্ঞা জারি আবেদন করলে আদালত তদন্তের জন্য সহকারী কমিশনার ভুমি কার্যালকে দায়িত্ব দেন।তদন্তের রিপোর্ট পাটিয়ে দিয়েছে। শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছিলেন সাবেক ওসি  রফিকুল ইসলাম। কিন্তু হঠাৎ আজ শুক্রবার সকালেই হাসান ও তার ভাইয়েরা মিলে সেই জায়গা থেকে একটি শুকনো গাছ কেটে ফেলে। গাছ কাটার ভিডিও দৃশ্য ধারন করে থানায় অভিযোগ করতে যাওয়ার মুহুর্তে দেশীয় রাম দা,কিরিস লাটি নিয়ে আমাদের উপর হামলা করে হাসান,হোসাইন ও মুহসিন।আমার স্ত্রী ফাতেমার দু হাত ভেঙ্গে দিয়েছে,আমার দুই ছেলেকে কুপিয়ে জখম করেছে,এমনকি আমাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেছে। আমার ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করেছে।আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। রাম দা দিয়ে এলোপাতাড়ি ভাবে আমার স্ত্রী ও ছেলেদের উপর আঘাত করতে থাকে।তবে তার আরেক ভাইয়ের দায়ের কোপে হাসানও আঘাত হয়।তাদের কাছ থেকে একটি দা কেড়ে নিয়েছি। অপরদিকে শিরু আকতারের বড় ছেলে হাসানের কাছে ঘটনা জানতে চাইলে বলতে অপরাগতা প্রকাশ করেন।তবে তার ছোট ভাই মুহসিন বলল ওরা আমাদের গালাগাল করে ঝগড়া সৃষ্টি করেছে। দু’পক্ষই ঝগড়া করে আমার ভাইকে আঘাত করেছে।আমাদের জায়গা থেকে গাছ কাটছি সেটা ওরা নিষেধ করার কে?
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃরুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মারামারির ঘটনায় অভিযোগ হয়েছে,তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।