
সুনামগঞ্জ প্রতিনিধি : মধ্যনগর উপজেলায় সিএনজি অটোরিক্সা মালিক সমিতির উদ্যোগে ১৯ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় মধ্যনগর বাজার কাচারি রোডের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর উপজেলার আওতাধীন বিভিন্ন সড়কের যাত্রীবাহী গাড়ি রক্ষণাবেক্ষণ ও আইন সৃঙ্খলা রক্ষা করতে স্থানিয় মালিকগনের উদ্যোগে দোদয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সুানামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট একটি কার্য্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নিম্নোক্ত শর্তসাপেক্ষে আগামী ১১ আগষ্ট ২০২২ ইং হতে ১০ আগষ্ট ২০২৪ ইং পর্যন্ত ২ দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কার্যকরী কমিটির সভাপতি, মোঃ সুজন মিয়া, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল- নোমান, কোষাধ্যক্ষ মোঃ তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সেফুল, সদস্য গোপেশ চন্দ্র সরকার।
অনুমোদিত রাস্তাসমূহর মধ্যে মধ্যনগর হতে ধর্মপাশা, মধ্যনগর হতে নেত্রকোণা, মধ্যনগর হতে গলহা, মধ্যনগর হতে মহেষখলা, মহেষখলা হতে কলমাকান্দা, হোলাকান্দা হতে চাপাতি বাজার লামাগাঁও, মধ্যনগর হতে আমজুরায় চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন সমিতির মালিক পক্ষের সভাপতি সুজন মিয়া এবং তিনি প্রতিনিধিকে জানিয়েছেন