
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্যতম অনলাইন ভিত্তিক সংগঠন ড. শহীদুল্লাহ্ একাডেমীর প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদের সদস্যরা বিভিন্ন সময় মানবিক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন ৭ নং ওর্য়াডের বাসিন্দা দিনমজুর মোঃ সবুজের সন্তান অল্প কিছুদিন আগে খেলতে গিয়ে ব্রিজ থেকে পড়ে তার পা ভেঙ্গে যায়।তার চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় তার পরিবার খুবই দরিদ্র ভালো চিকিৎসা করা তার পরিবারের পক্ষে সম্ভব না।এইটি খবর পেয়ে আজ শনিবার ডিএসএ অনলাইন গ্রুপের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য পয়ষট্টি হাজার টাকা নগদ অর্থ তার বাবা এবং চাচার হাতে হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন ড.শহীদুল্লাহ একাডেমী প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম হেলাল, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র সদস্য শাহাদাত হোসেন হিরু,মনির আহন্মদ তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক তরিকুল কালাম তুহিন, অর্থ সম্পাদক বেলাল হোসেন তালুকদার, সদস্য সায়েম সরকার, আশিক তালুকদার,মিজানুর রহমান।