পেকুয়ায় জমি বিরোধের জেরে সংঘর্ষে আহত-৪

কক্সবাজার, পেকুয়া : কক্সবাজারের পেকুয়া জমি বিরোধের জেরে বৃদ্ধা সহ অন্তত ৪ জন আহত হয়েছে । আহতদের স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায়  পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার(২০ আগষ্ট)  সকাল ১০ টায়  উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সবজীবন পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন বারবাকিয়া সবজীবন পাড়া এলাকার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের পিতা ৮০ উর্ধো বৃদ্ধা নুরুল আবছার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের ভাই নজরুল ইসলাম (৪৮), মোহাম্মদ সোলতানুল ইসলাম (৪৪), সাহেদুল ইসলাম (২৮)।

ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম জানান, আমার পৈত্রিক জমিতে আমার পিতা চাষাবাদের জন্য গেলে আগে থেকে সঙ্গবদ্ধ হয়ে থাকা একই এলাকার এলাদুর নেতৃত্বে ফয়সল,বাহাদুর,জসিম উদ্দিন,শওকত সহ শতাদিক সন্ত্রাসী ধারালো কিরিচ ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমার বৃদ্ধ পিতা সহ ভাইদের এলোপাতাড়ি কোপাতে থাকে । এতে আমার  পিতা ও অপর ৩ ভাই  মারাত্নক ভাবে আহত হয় । ঘটনার বিষয়ে ৯৯৯ কল করে  পুলিশের সহযোগিতা চাই। তাৎক্ষনিক পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহত পিতা ও ভাইদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি । এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনর্চাজ ফরহাদ আলী জানান,ঘটনার বিষয়ে ফোন পেয়ে তাৎক্ষনিক পুলিশের একটি ঠিম ঘটনাস্থলে পাঠিয়েছি ,আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ,লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।