পঞ্চগড় তেতুলিয়া প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শনিবার ২০ আগষ্ট সকালে বঙ্গবন্ধুকে পড়ো’ ‘বাংলাদেশকে জানো ‘ শীর্ষক বই পড়া উৎসব ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, বই পড়া উৎসবে অংশগ্রহণ করেন তেঁতুলিয়া উপজেলার স্কাউটের সন্মানিত ইউনিট লিডারবৃন্দ, এতে সকলে বঙ্গবন্ধুর লিখা “অসমাপ্ত আত্মজীবনী” বইটি পাঠ করেন এবং একটি করে রিভিউ জমা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা স্কাউটের সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার, সোহাগ চন্দ্র সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, আরো উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা স্কাউট সম্পাদক, কমিশনার, সহকারী কমিশনার, স্কাউট লিডার, কাব লিডার এবং অংশগ্রহণকারী সকল ইউনিট লিডার । প্রাপ্ত রিভিউ গুলো থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হবে । এমন চমৎকার উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত সকলেই ধন্যবাদ জানান তেঁতুলিয়া উপজেলা প্রশাসনকে।