সময়ের নিউজ ডেস্ক: ২০ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে আবৃত্তি দল স্বপ্নযাত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হলো কবিতায় জাতীয় জাতির পিতাকে নিবেদিত স্মরণ ও শ্রদ্ধা অনুষ্ঠান। ‘পিতার জন্য পঙ্ক্তি’ শিরোনামের উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ‘মুজিবুরনামা’ মহাকাব্যের রচয়িতা কবি ও গল্পকার বিশ্বজিৎ সেন, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, কবি, প্রাবন্ধিক, অনুবাদক মুজিব রাহমান ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক ফারুক তাহের।
আবৃত্তিশিল্পী ইয়াসির সিলমী স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী প্রয়াস। সঞ্চালনা করেন উমেসিং মারমা ঊর্মি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড মানবেতিহাসের বর্বরোচিত ঘটনা। এমন নিষ্ঠুর, পৈশাচিক হত্যাকাণ্ড পৃথিবীর কোথাও হয়নি। সেদিন সপরিবারে জাতির পিতা নিহত হলেও চিরজাগরুক থাকবে বঙ্গবন্ধুর আদর্শ। সেই রাতে বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও মূলত তাঁর মৃত্যু নেই। কেননা একটি স্বাধীনরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। তাই এ জাতির চেতনায় তিনি চিরঞ্জীব।’
এতে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের নাজিফা তাজনুর; তারুণ্যের উচ্ছ্বাসের জেরিন আহমেদ; বোধন আবৃত্তি পরিষদের হিমানী মজুমদার; একুশ আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতীক বড়ুয়া। স্বপ্নযাত্রীর সদস্যদের মধ্যে কবিতা আবৃত্তি করেন ইমতিয়াজ আহমেদ, ফারজনা রুমা, সৌরভ শর্মা, জীবন বড়ুয়া, নাজিম উদ্দীন, স্নিগ্ধা বড়ুয়া, সাআদ উদ্দিন মাহ্দী, সজীব কাদের বর্ষণ ও উমেসিং মারমা ঊর্মি । অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন স্বপ্নযাত্রীর সকল সদস্যবৃন্দ।