কিচেন হোম এন্ড লাইফস্টাইল এক্সপোতে কোলটেক ব্যান্ডের এসি

ডেস্ক রিপোর্ট : মাই কিচেন হোম এন্ড লাইফস্টাইল এক্সপোতে কোলটেক ব্যান্ডের এসিসহ ,কিচেন, গৃহসজ্জা ও লাইটিং সরঞ্জাম নিয়ে ৩০ টি প্রতিষ্ঠানের ৭০ টি স্টল নিয়ে অংশগ্রহণে মেলা চলছে । আজ বৃহস্পতিবার সকালে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ মেজবান হলে প্রদর্শনী উদ্ভোধন করা হয়। প্রদর্শনীটি ২৫ থেকে ২৭ শে আগষ্ঠ পর্যন্ত রেডিসন ব্লু চট্টগ্রাম মেজবান হলে চলবে। প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি মাহবুবুল আলম , সিআইপি ।

৩০ টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৫০ টি দেশি বিদেশি ব্র্যান্ড এর এসি, কিচেন সলিউশন , আধুনিক গৃহসজ্জা পন্য , ফার্নিচার , সিরামিক , ফিটিংস , লাইটিং প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার , আরকিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শণ হচ্ছে ।

কোলটেক ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ ওমর ফারুক বলেন,যে উদ্দেশ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছি তা সফল হবে ইনশাল্লাহ। আমরা এই পযর্ন্ত ২০টি মেলায় অংশগ্রহন করেছি। মেলায় কোলটেক কর্পোরেশন বিভিন্ন ব্যান্ড বিশেষ করে স্যামসং VRF ও DAIKIN VRF Aircondition এর এয়ারকন্ডিশন বাজারে নিয়ে এসেছি। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বিদ্যুৎ অপচয় রোধে পরিবেশবান্ধব ও মানুষের ক্ষতি হয় না এমন এয়ারকন্ডিশন বাজারজাত করছি। সাধারণের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে এয়ারকন্ডিশন বাজারজাত করে আসছি।