মধ্যনগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস ভিজিট ও উপজেলা পরিদর্শনে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন

এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস ভিজিট করেন ও উপজেলা ভবন নির্মাণের জায়গা পরির্দশন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,এসময় সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি,সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব,জেলা উপ প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস সহ এ-সব পরিদর্শন করেন এবং নবাগত উপজেলার প্রশাসনিক অব কাঠামো তৈরীর দ্রুত কার্যকর করার লক্ষ্যে, ২৯ আগস্ট রবিবার সকাল ১১ টায় মধ্যনগর উপজেলায় শুভাগমন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন । শুভাগমনকে স্বাগতিক শুভেচ্ছা জানিয়ে নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এবং ও সি মোঃ জাহিদুল হক ফুলের তোরা দিয়ে বরণ করেন অতিথিকে।

এরপর, থানার ও সি মোঃ জাহিদুল হক এর তৎপরতায় স্কাউট লিডার এস আই মির্জা গার্ড ওনার করেন,এবং থানা পরিদর্শন শেষে, বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মুক্তি যোদ্ধা পরিষদ,মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ ভিজিট করা কালে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেক ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে হবে,অপরাধ জনিত ঘটনা মাদক, জোয়া, বাল্যবিয়ে,ইথপিজিং রুদ করতে নজরদারী করতে হবে, সামনে সনাতন ধর্মলম্বী হিন্দুদের দুর্গা উৎসবে বিভিন্ন সংঘাত জনিত অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করতে এবং  প্রয়োজনিয় ব্যবস্হা নিতে হবে। পরিশেষে চামরদানী ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস ভিজিট করেন ।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান,নাজির মোঃ উজ্জ্বল হোসেন, চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, চেয়ারম্যান আলমগীর খসরু তালুকদার,  ইউপি সচিব এ কে এম রুহুল আমিন,মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান প্রমুখ। সর্বশেষে হাওরে ফসল রক্ষা বাঁধের উপর হিজল করজ গাছ রুপন করেন ও ৬ জন হতদরিদ্র মানুষের হাতে প্রতিজনকে নগত ৫ হাজার টাকা সহায়তা করেন, এসময় তিনি বলেন