মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে নানা সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের আয়োজন মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত মাহমুদা আক্তার স্মৃতির সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত) এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটি এম হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি কর্মকর্তা সেকবর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, দাঁতভাঙ্গা ইউপি প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামান, উপজেলা আ্#৩৯;লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মুক্তার হোসেন, দায়িত্বরত বন বিভাগের কর্মকর্তা ইকবাল হোসেনসহ আরও অনেকে।