![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ শোয়াইব,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে পুকুরে পড়ে আবিদা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে শ্বাস বন্ধ হয়ে মারা যায়।স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাম হোসেন পন্ডিত বাড়ি তার নানুর বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় পরিবারের অজান্তেই খেলতে খেলতে বাড়ীর পিছনের পুকুরে পড়ে যায়। হঠাৎ তার খোঁজ না পেয়ে এদিক-সেদিক খুঁজতে থাকলে পুকুরে মৃতদেহ ভেঁসে উঠে দেখতে পেলে দ্রুত স্থানীয় আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে তার পরিবার রাত সাড়ে নয়টায় জানান। নিহত আবিদা পৌরসভার আলমপুর গ্রামের মোঃ ওসমানের কন্যা। এদিকে সন্তান হারিয়ে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান জানান ঐ বাড়িটি থেকে একজন লোক আমাকে ফোন করে আমাকে জানান একটি শিশু পুকুরে পড়ে গেছি আমি সাথে সাথে স্থানীয় ডাক্তরকে দেখিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলি।ওনারা অটোরিকশা নিয়ে হাটহাজারীতে একটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পড়েছেনঃ ৯৫