থানচিতে ওএমএস চাউল বিক্রয় উদ্ধোধন

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানে থানচিতে খাদ্যশস্যের বাজার দর উর্ধ্বগতির প্রবণতা রোধ ও নিন্ম আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষে খাদ্য অধিদপ্তরের কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস) কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে খোলা বাজারে চাল বিক্রয় উদ্ধোধনে শেষে উপজেলা তথ্য সেবা কেন্দ্র প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহাঃ আবুল মনসূর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।
এ কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষকে উন্নত জীবনযাপন করার সুবিধার্থে সরকারের পক্ষ থেকে নানা ধরণের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি আরো বলেন, দেশের সাধারণ জনগণ যাতে দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পারে তার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তার সফল বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাদ্য অধিদপ্তর।
এসময় সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ প্রমূখ। এছাড়াও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।