ময়মনসিংহের খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির  উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

ময়মনিসংহ প্রতিনিধি: বৃহস্পতি বার সকাল ১২.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবি’র কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার  মো: শফিকুর রেজা বিশ্বাস।
এ সময়ে উপস্থিত ছিলেন জনাব রায়না আহমেদ, যুগ্মসচিব, খাদ্য মন্ত্রণালয়,  মোহাম্মদ এনামুল হক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ,  ইকবাল বাহার চৌধুরী জেলা খাদ্য নিয়ন্ত্রক,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।