পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ পত্নীতলার নজিপুর কার – মাইক্রো চালক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। এত সভাপতি পদে মো: আতোয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে মো: মেহেদী হাসান নির্বাচিত হয়। বৃহস্পতিবার ( ০১ লা সেপ্টেম্বর ) নওগাঁ পত্নীতলার নজিপুর কার- মাইক্রো চালক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। নজিপুর কার- মাইক্রো কার্যালয়ে সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ভোট ভোট গ্রহণ চলে। উক্ত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধক্ষ ও মেম্বারসহ বিভিন্ন ১৫ টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করে। বিনা প্রতিদদ্ধিতায় সহ- সভাপতি পদে মো: মামুন, যুগ্ম সম্পাদক পদে পবিত্র বাসকে ও সাংগঠনিক সম্পাদক পদে মো: ফিরোজ হোসেন নির্বাচিত হয়।
১৯২ জন ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটার তাদের ভোট প্রদান করে। নির্বাচন শেষে সন্ধায় প্রধান নির্বাচন কমিশনার নিমাই তিরকি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে সভাপতি পদে মো: আতোয়ার হোসেন ও শ্রী পবন রায়, সাধারণ সম্পাদক পদে রমেন্ড বর্মন ও মেহেদী হাসান, কোষাধক্ষ পদে জুয়েল রানা ও আব্দুস সাত্তার ( বাবলু ) প্রতিদন্ধিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে মো: আতোয়ার রহমান , সাধারণ সম্পাদক পদে মো: মেহেদী হাসান, কেশিয়ার পদে আব্দুস সাত্তার ( বাবলু ), মেম্বার পদে আরিফুল ইসলাম, ওসমান আলী, রুবেল হোসেন ও রোড সেক্রেটারী পদে মো: রাসেল, জাহাঙ্গির আলম, আব্দুল করিম বিজয়ী হয়।