ফারহান সিদ্দিক : সীতাকুন্ডে তুচ্ছ ঘটনার জেরে খোরশেদ আলম নামের এক যুবক কে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা । নিহত খোরশেদ আলম (৩০) সীতাকুন্ড পৌরসভার ২ নং ওয়ার্ড পন্হিছিলা ফকির পাড়ার বীর মুক্তিযুদ্ধা নূর আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে মতে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় ৭.৩০ সময় নিহত খোরশেদ আলম তার অসুস্থ বাবা কে নিয়ে সীতাকুন্ড সরকারী হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় একই এলাকার মাদকাসক্ত আরফাত (৩৫) সাথে রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে ঝঁগড়া হয়। এই সময় খোরশেদ আলম সাথে কথা-কাঁটাকটির হয় । দৌড়ে আরাফাত ঘর থেকে বটি নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে, এক পর্যায়ে খোরশেদ মাঠিতে লুটিয়ে পড়ে । এমস্থায় এলাকাবাসী চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে। হত্যকারী আরফাত একই এলাকার বাহাদুরের ছেলে। এলাকাবাসীর তথ্য মতে সে একজন উশৃঙ্খল এলাকার যুবক। বিভিন্ন সময় সে এলাকার মানুষের সাথে ঝঁগড়া করে। সে মূলত নেশাগ্রস্থ একজন ব্যাক্তি।
এই বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বিষয়টি নিশ্চিত করে বলেন খোরশেদ নামের এক যুবক কে তার প্রতিবেশী কথা-কাটাকটির একপর্যায়ে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত যুবক কে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষনা করে। বর্তমানে তার লাশ চমেকে রয়েছে। আসামী ফরহাদ কে গ্রেপ্তরের চেষ্টা চলছে।
পড়েছেনঃ ১২৬