
সময়ের নিউজ ডেস্কঃ ফইল্যাতলী বাজার রোড উন্নয়ন নামফলক উদ্বোধন করেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। ৪ সেপ্টেম্বর রবিবার সড়কের সংস্কার কাজের উদ্বোধনকালে মেয়রের সাথে ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. ইসমাইল ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, ফইল্ল্যাতলী বাজারের মানুষ এই সড়কটির জন্য দীর্ঘদিন কষ্টভোগ করেছেন আজকে এই সড়কটির সংস্কার কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে এলাকাবাসির দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
তিনি আরও বলেন, কেউ টেক্স-এর ব্যাপারে প্রথমে কাউন্সিলরের কাছ থেকে আপিল ফরম নিয়ে আপিল করবেন আমার প্রতি ; তাও যদি না হয় তবে সরাসরি আমার সাথে দেখা করবেন – আমি ব্যবস্থা নেবো ।
অধ্যাপক মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী আলা উদ্দিন ফাহাদ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি, আওয়ামী লীগের মহানগর নেতা এরশাদুল আমীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আসলাম হোসেন সওদাগর । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়া । এসময় কোরান তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন আল-আমীন জামে মসজিদের খতিব মৌলানা মো. আনোয়ার হোসেন ।