হাটহাজারীতে মাছে রং মেশানোর দায়ে ৩ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা

মোঃ শোয়াইব,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: মাছে ক্ষতিকর জেলি রং মেশানোর অভিযোগে ৩জন মাছ ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।রবিবার(৪সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন এলাকায় মাছের সাথে ক্ষতিকারক রং মিশ্রিত করার দায়ে তিন ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। 
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত  হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাৎক্ষণিক একজন ব্যবসায়ী’কে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানের তথ্য পেয়ে অপর ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের সহযোগিতায় অপর ব্যবসায়ীদের আটক করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় তিন ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
মির্জাপুর ইউনিয়নের মুহুরি হাট এলাকার হারুনুর রশিদের পুত্র মোঃ মিজান(২৭)কে ৩০ হাজার,গুমান মর্দ্দন ইউপি এলাকার মোঃসিরাজুল হকের পুত্র মোঃ মো: জাহাঙ্গীর(৩০)’কে ৩০ হাজার ও চারিয়া এলাকার আদু মিয়ার পুত্র মো: রফিক(৩৩)কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃশাহিদুল আলম জানান, মাছে ক্ষতিকারক রং মিশিয়ে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করছে।একদিকে ভোক্ত মাছ ক্রয় করে ঠকছে অন্যদিকে বিশাক্ত রং মিশ্রিত মাছ খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।তাই জনস্বার্থে এ অভিযান পরিচালানা করা হয়েছে। তিনি খাদ্যে ভেজালের বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি ও এ ধরনের কোনরূপ ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন।