
মোঃ শোয়াইব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী উপজেলার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার প্রধান মুফতি আল্লামা মুফতি ইব্রাহিম খাঁন সাহেবের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর বয়োঃবৃদ্ধ বর্ষীয়ান আলেমের জানাজাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেছেন। তিনি সোমবার(৫সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পশ্চিম মেখল হামজা খাঁন চৌধুরী নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫)বছর। তিনি চার পুত্র তিন কন্যাসহ হাজার হাজার শিক্ষার্থী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক আল্লামা জাকারিয়া নোমান ফয়জী জানান,ইব্রাহিম খাঁন সাহেব মেখল ও হাটহাজারী মাদরাসায় শিক্ষাজিবন শেষ করে প্রায় ১৮ বছর যশোর ও খুলনার বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করে ১৯৭৩ সাল থেকে জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসায় মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৪৭ বছর প্রধান মুফতি হিসাবে শিক্ষতা করেন। মঙ্গলবার দুপুর ২টায় মেখল মাদারাসা মাঠে তাঁর বড় ছেলে মাওলানা ইসমাইল খান এর ইমামতিতে হাজার হাজার আলেম ওলামাদের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মাদরাসার পাশে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে আলেমসমাজে শোকের ছায়া নেমে এসে