সীতাকুন্ডে কিশোর-কিশোরী সচেতনমূলক কর্মশালা অনুষ্ঠিত

ফারহান সিদ্দিক, সীতাকুন্ড : কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এইতো সময় ” এস্লোগান কে ধারণ করে সীতাকুন্ড উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে পুষ্টি, প্রজনন স্বাস্ব্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় । ( ৬ সেপ্টেম্বর) সকালে সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারের যুগ্মসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনার পরিচালক মো: হাবিবুর রহমান, এসময় তিনি বলেন কিশোর-কিশোরীদের শারীরিক ওমানসিক বিকাশের লক্ষ্যে স্কুল ভিত্তিক কিশোর-কিশোরী ক্লাব করে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ১০-১৯ বছর বয়স পর্যন্ত সময়টি বয়ঃসন্ধিকাল, এসময় কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটতে থাকে। তাই এই সময়ে প্রয়োজনীয় তথ্য ও সচেনতার অভাবে সামন্য ভুলও তাদের ভবিষ্যৎ জীবনকে সংকটাপন্ন করে দিতে পারে। তাই সচেনতা সৃষ্টিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজের জীবনের উদাহরণ দিয়ে উদ্বুদ্ধ করে বক্তব্য দেন। কর্মশালায় বিভিন্ন স্কুলের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজ পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান মিশকাত, ভাটের খীল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মাইমোনা বেগম ও পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির সানজিদা সুলতানা। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন বিজয়ী শীক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষে পুরস্কার বিতরণ করেন।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাক্তার নাছরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমিক সুপারভাইজার মো: ফারুক হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দিদারুল আলম, সহকারী শিক্ষিক (শারীরিক শিক্ষা) ফারজানা চৌধুরী, ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিমা রানী দাশ গুপ্তা সহ প্রমুখ।