বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের আয়োজনে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক।
৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার, এস আই মোবারক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, সাবেক মেম্বার হুমায়ুন কবির, আব্দুল্লাহ ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজু মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ কাইয়ুম খান, পরিষদের অন্যান্য মেম্বার ও মহিলা মেম্বারগন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, নিজ নিজ এলাকায় ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, ও জঙ্গিবাদ প্রতিহত করতে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করার কথা বলেন। মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে সকলকে কাজ করতে আহ্বান জানান তারা। সব ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলকে কাজ করতে বলা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
সামাজিক-সম্প্রীতির সভায় বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, মসজিদের ইমাম, ধর্মীয় নেতা সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এসময় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সচিব সুব্রত রায় জানান, ইতোমধ্যে মনিয়ন্দ ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে ৩২ সদস্য বিশিষ্ট ১টি সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে।
পড়েছেনঃ ৯৩