পঞ্চগড়ের তেতুলিয়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-শাখার শুভ উদ্বোধন

Exif_JPEG_420

পঞ্চগড়, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুলিয়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ১১ সেপ্টেম্বর সকাল ১১ টায় তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে মোস্তফা টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করেন, ন্যাশনাল ব্যাংকের সতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। এসময় প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন,বাংলাদেশের বে সরকারি ব্যাংকের যাত্রা সর্বপ্রথম ন্যাশনাল ব্যাংক শুরু হয়েছে। ১৯৮৩ সালে যাত্রা শুরু করার পরে হতে হাজার হাজার গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। বর্তমানে এ-ই ব্যাংকটি ৪৫ কোটি টাকার আমানত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.মেহমুদ হোসেন। ন্যাশনাল ব্যাংকের উপর শাখার ইনচার্জ মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল,ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, ৩ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী,ব্যবসায়ী তাজি রুল ইসলাম তাজু,জাতীয় পাটির তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি মকলেছুর রহমানসহ প্রমুখ। উল্লেখ্য উদ্বোধনের প্রথম দিনে গ্রাহকেরা দেড় কোটি টাকার সঞ্চয়ী হিসাব খোলেন।