হাটহাজারীতে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণে অবরুদ্ধ প্রবাসী পরিবারঃ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোঃ শোয়াইব,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মহামান্য আদালতের আদেশ অমান্য করে ক্ষমতার জোর দেখিয়ে হাটহাজারীতে চলাচলের পথে দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে জনৈক ব্যক্তির বিরোদ্ধে।গত ১০/১২দিন ধরে যাতায়াত একমাত্র পথে দেয়াল নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছে প্রবাসীর পরিবারটি।স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের বলেও কোন সুরাহা মেলেনি, শুধু তাই নয় প্রবাসীর তিন মেয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে দেয়াল টপকে। দীর্ঘ ২০বছর ধরে বসবাস করে আসা পরিবারটি রাস্তা বন্ধ করার কারনে অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার বরাত জানা যায়,১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাহ আলমের বাড়ীতে প্রবাসী হানিফ দীর্ঘ বিশ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছে। স¤প্রতি তিনি প্রবাসে থাকলেও বাড়ীতে তিন মেয়ে,বৃদ্ধ মাকে নিয়ে স্ত্রী বসবাস করে।গত ১০/১২দিন আগে স্থানীয় জনৈক ব্যক্তি জামাল ও জসিম গংরা তাদের মুরশির সম্পত্তি বলে আমাদের নিজের ক্রয়কৃত জায়গার রাস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয়।আমি বাজারে যেতে পারছিনা,আমার তিন মেয়ে স্কুল কলেজে যেতে পারছেনা। এখন আমরা অসহায়ের মত বন্দী জিবন কাটাচ্ছি।মেয়েরা দেয়াল টপকে কলেজে গেলেও তাদের কুরুচিপূর্ণ কথা শুনতে হচ্ছে বলেও প্রতিবেদককে ভুক্তভোগী পরিবার জানান।তিনি এসময় আরো বলেন,মহামান্য আদালতে মামলা করেছিলাম তাদের অত্যাচারে।কিন্তু রায় আমরা পেয়েছি।তাদের এ জায়গাতে কোন সমস্যা সৃষ্টি না করতে আদালত নির্দেশ দেয় কিন্তু তারা জোর পূর্বক চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।আমরা উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

 

অভিযোগের বিষয়টি অস্বীকার করে মো. জসিম মুঠোফোনে বলেন,দেয়াল নির্মাণ করেছি রাস্তায় না,আমাদের মুরশির সম্পত্তিতে।তাদের কোন জায়গা এখানে নাই।চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার ভাই জামালের সাথে দেখা করেন বলে সংযোগ কেটে দেন।

এই বিষয়ে বাদীর মামলার আইনজীবী এড. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিজ্ঞ আদালতের রায় আছে চলাচলের এই রাস্তাটি প্রবাসী হানিফের। জোর পূর্বক প্রতিপক্ষগন চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।দেশের কোন আইনে নেই যে যাতায়াতের পথ বন্ধ করে দেয়া।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন, দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে জেনেছি,কিন্তু কোন পক্ষ আমার কাছে কাগজপত্র দেয়নি,তাহলে কি ভাবে ব্যবস্থা নেব?

উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়,তারপরেও সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করব, তদন্ত করে ব্যবস্থা নেব।