সরাইল সদর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক সম্প্রীতি সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।

সম্প্রতি সমাবেশে বক্তারা বলেন সম্প্রীতি- ভাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালবাসে না। অন্যের কল্যাণ কামনা করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। বক্তারা বলেন মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এরফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. ইসমত আলী, জাতীয় পার্টির নেতা রহমত হোসেন,সরাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়,সরাইল উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মো.তাসলিম উদ্দিন, ইউপি সদস্য সাদেক মেম্বার,আওয়ামী লীগ নেতা মো,মাহফুজ আলী সঞ্জীব কুমার ভৌমিক। দিলীপ বণিক, মোহাম্মদ জাকারিয়া সহ এছাড়াও সমাবেশর উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।