চট্টগ্রাম জেলাপরিষদ নির্বাচনে সন্দ্বীপ থেকে সদস্য ফর্ম সংগ্রহ করছেন মোহাম্মাদ সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেলাপরিষদ নির্বাচনে সন্দ্বীপ থেকে সদস্য ফর্ম সংগ্রহ করছেন মোহাম্মাদ সাখাওয়াত হোসেন নাসির, আসন্ন চট্টগ্রাম জেলাপরিষদ নির্বাচনে সন্দ্বীপ থেকে সদস্য ফর্ম সংগ্রহ করছেন মোহাম্মাদ সাখাওয়াত হোসেন নাসির তিনি চট্টগ্রামস্থ সন্দ্বীপ হরিসপুরের (পৌরসভা ৩ নাম্বার ওয়ার্ড) রুস্তম আলী হাজী বাড়ি প্রকাশ- দ্বীন মোহাম্মদ ভেণ্ডার বাড়ির মোহাম্মাদ নূহ মিয়ার কনিষ্ঠ পুত্র। পেশাগত জীবনে তিনি মেটলাইফ আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে ২৭ বছর। ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ২২ বছর কর্মরত আছেন। বিশ্বব্যাপী ২০০৯/২০১০ সালে VIP ব্রাঞ্চ ম্যানেজার এর স্বীকৃতি অর্জন। এম.বি.এ. (রিস্ক অ্যান্ড ইনস্যুরেন্স ম্যানেজমেন্ট) পাশ করেন।

তিনি অনেক গুলো সমাজিক কর্মকাণ্ডের সাথে আছেন সভাপতি হিসাবে আছেন বঙ্গবন্ধু পরিষদ সন্দ্বীপ, উপজেলা শাখা। বসুধা রেলওয়ে মেন্স-দোকান মালিক সমিতি। রেইনসে হাসলা ফ্লেট মালিক সমিতি। সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে ছিলেন শতদল ক্রিয়াচক্র, সন্দ্বীপ। ছাত্রলীগ পরিষদ , সন্দ্বীপ। এবি কলেজ ছাত্রলীগ, সন্দ্বীপ। সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন – কার্গিল সরকারী স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। সাবেক কোষাধক্ষ – সন্দ্বীপ এডুকেশন সোসাইটি । সাবেক অনারারি শিক্ষক সন্দ্বীপ মডেল হাই স্কুল। আজীবন সদস্য হিসাবে আছেন – মা ও শিশু হাসপাতাল , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , রাঙ্গামাটি লিমিটেড ক্লাব , সন্দ্বীপ এডুকেশন সোসাইটি, সন্দ্বীপ এসোসিয়েশন, সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদ, কার্গিল সরকারী স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ।