কসবায় গোপীনাথপুর বাজার সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন।

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর বাজারের স্টেশন রোড রফিয়া সুপার মার্কেটের ২য় তলায় সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ব্যাংকের অফিসকক্ষে আলোচনা সভা, দোয়া ও ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যাবস্থাপক আব্দুল মতিন, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা ইনচার্জ মোঃ নাছির উদ্দিন।
গোপীনাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফিন মানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গোপীনাথপুর আলহাজ্ব শাহ্ আলম বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আকরাম খান, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভুইয়া। সাউথইস্ট ব্যাংক কসবা শাখার তত্ত্বাবধানে পরিচালিত গোপীনাথপুর এজেন্ট ব্যাংকিং শাখার দায়িত্বে রয়েছে ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ আল আমিন সরকার।
সাউথইস্ট ব্যাংক গোপীনাথপুর আউটলেট শাখার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, এই প্রথম এলাকায় কোনো এজেন্ট ব্যাংকে পাওয়া যাচ্ছে এটিএম বুথের সুবিধা, যার মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় টাকা উত্তোলন ও জমা করতে পারবেন। এছাড়াও বিদেশ থেকে আসা রেমিটেন্সে পাবেন সাড়ে তিন পার্সেন্ট বোনাস সুবিধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী জাহের মিয়া, সাধারন সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ নবী মিয়া, ওয়ার্ড মেম্বার মোস্তাক খান, সাবেক মেম্বার শাহ আলম খন্দকার, রফিয়া সুপার মার্কেটের মালিক মামুন খান, বিশিষ্ট ব্যাবসায়ী মশিউর রহমান মিথুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক এসএম নাছির উদ্দিন খান ও মোশারফ হোসেন কবির, সুশিল সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন, এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ সহ আরো অনেকে।