শীতের আমেজে হঠাৎ বৃষ্টি, ভিজল আমন ধান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: তিনদিন পরই মাঘ মাস। পৌষ মাসের বিদায়বেলায় বরগুনা বেতাগীতে রিমঝিম বৃষ্টি হচ্ছে। মধ্যরাতে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে তো ঝরছেই। শীত মৌসুমে এমন বৃষ্টি অনাকাঙ্ক্ষিত। ভোগান্তিতে পড়েছেন রাতে ঘরে ফেরা মানুষও। রাত ১১ টার পর বেতাগীর পরিস্থিতি এমন ছিলো যেনো কারো ভোগান্তির আর কারও উপভোগের। মঙ্গলবার (১১ জানুয়ারি) বরগুনার বিভিন্ন স্থানে দেখা দেয় হালকা বৃষ্টি তার বিতরে বেতাগীতেও ব্যতিক্রম নয়। মধ্যরাতে তা যেনো গতি পেয়েছে অবিরাম।( ১১ জানুয়ারী) রাত ১১ টা থেকে (১২ জানুয়ারী) রাত ১২ টা ১৫ মিনিট এ রিপোর্ট লেখা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত ছিলো।

(১১ জানুয়ারী) তারিখ হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ঘরে ফেরার পথে তাদের বাধা শীত ও বৃষ্টি। কেউবা ঘরে বসে বৃষ্টি আর শীতের সম্মিলনের ঠান্ডাকে উপভোগ করছেন কাঁথা কিংবা কম্বলে মুড়িয়ে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের প্রবণতা কাটলেই জেঁকে বসতে পারে মাঘের শীত। অন্য দিকে নদীর তীরবর্তী উপকূলীয় বরগুনার বেতাগীতে অসময়ে বৃষ্টির ফলে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পরেছে কৃষক। ধানগুলো শুয়ে পরায় কৃষকের কোমর ভেঙে পরার মতো অবস্থা। এ উপজেলায় উওর বেতাগী, ঝোপখালি, বিবিচিনি সহ কিছু এলাকার কৃষকের সাথে কথা বলে জানা গেছে ১১ জানুয়ারী থেকে শুরু হওয়া বৃষ্টির কারনে তাদের কিছু সংখ্যক কৃষকের আমন ধান বিল থেকে ঘরে তলতে পারলেও আনেকেই পারনি। কেউ এনে উঠানে পালা দিয়ে রেখেছে মারাই কারার জন্য, কেউ এখনো মাঠে আমন ধান কাটছেন, আবার কিছু সংখ্যক কৃষক ধান সিদ্ধ করে বসে আছে সূর্যের আলোর অপেক্ষায়। সব মিলিয়ে কৃষকরা রয়েছে ক্ষতির মুখে।