ডেস্ক রিপোর্ট : অবিলম্বে চসিকের চিহ্নিত দূর্নীতিবাজ উপ-কর কর্মকর্তা নুরুল আলমের অপসারণের দাবিতে আজ ২২ অক্টোবর বিকাল ৩ টায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আকতার হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, দূর্নীতি অনিয়মের দায়ে ২ বার বরখাস্ত হওয়া চসিকের উপ-কর কর্মকর্তা নুরুল আলমের অভিযোগের তদন্ত শেষ না হওয়ার পূর্বে কিভাবে অবৈধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠনের সদস্য ও সম্প্রতি বাধ্যতামূলক অবসরে যাওয়া তথ্য সচিব মাকবুল হোসেনের সাথে চট্টগ্রাম পর্যটন হোটেল সৈকতে গোপন বৈঠকের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামী তারেক জিয়াকে সরকার বিরোধী কর্মকান্ডে অর্থ যোগানদাতা নুরুল আলম কিছুতেই চসিকে দায়িত্ব পালন করতে পারেন না। অপদস্ত দূর্নীতিতে নিমজ্জিত নুরুল আলম তার আপন বড় ভাই বয়োবৃদ্ধ আব্দুল ছবুর ও ভাতিজা কামাল উদ্দীনকে তার ঘৃণ্য কর্মকান্ডের প্রতিবাদ করায় মিথ্যে মামলায় হয়রানী করেন। সর্বশেষ প্রাণে মারার জন্য ভাড়াটে খুনী ভাড়া করে ব্যর্থ হয়ে নতুন করে আবারো হুমকি দিয়ে যাচ্ছেন।
এছাড়াও সে বিভিন্ন সময়ে তার পথে বাধা হওয়া চসিকের অন্যান্য বহু কর্মকর্তাকে নানাভাবে আপাদস্থ হয়রানী করে আসছেন। সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের সময়ে কর কর্মকর্তাদের এক সভায় প্রকাশ্যে ছাবের আহমেদ নামের এক কর কর্মকর্তা নুরুল আলমের দূনীতির বিষয়টি তুলে ধরায় তার বিরুদ্ধে মিথ্যে নারী নির্যাতন মামলা দিয়ে কারাভোগ করান। সরকারি চাকুরী বিধি ভঙ্গ করে সে ব্যবসার পাশাপাশি দূনীতির মাধ্যমে গড়ে তুলেছেন টাকার পাহাড়। নগরীতে রয়েছে তার নিজেরও স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট, বাড়ি ও বাঁশখালী ও রাঙ্গামাটিতে জমি বাড়ি। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যখন দূর্নীতিবাজ সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সাড়াসি অভিযান শুরু করেছেন সেই মুহুর্তে চসিকের আলোচিত দুর্নীতিবাজ কর কর্মকর্তা নুরুল আলমেরও রেহাই হবে না।
বক্তারা ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুদকের প্রেরিত পত্রের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। অবিলম্বে নুরুল আলমকে দূনীতির ও চসিক থেকে জালিয়াতির মাধ্যমে চাকুরীতে যোগ দেয়ার অপরাধে অপসারণের জন্য সচিক মেয়র মহোদয়ের কাছে জোর দাবী জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের নওশাদ, বায়েজিদ থানা সভাপতি কামাল উদ্দীন, চান্দগাঁও থানা সভাপতি রুহুল আমিন, রেজাউল করিম রেজা, সৈয়দ আশরাফ আলী, ওসমান গণি প্রমুখ।