মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সন্তান বিক্রি ও টাকা নিয়ে উধাও স্ত্রী ছকিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন স্বামী আল আমিন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিম পাড়া গ্রামে মৃত শ্রী মন্টু চন্দ্র কর্মকারের ছেলে। গত ৭ অক্টোবর স্বামী আল আমিন কর্তিমারী বাজারে নিজ দোকানে কাজ করতে বাড়ি থেকে বেড়িয়ে যান সকালে আসেন রাতে । এদিকে রাতে বাড়ি ফিরে এসে দেখেন স্ত্রী সন্তান কে কোথাও খোঁজা খুজি করে পাওয়া যাচ্ছে না। পরে বিভিন্ন ভাবে যানা যায় শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলার ধারা পানি গ্রামের মৃত আব্দুল হাই এর মেয়ে তার নিজ বাড়িতে চলে যান।
অভিযোগ সূত্রে জানা গেছে, আল আমিন ইতি পূর্বে হিন্দু ছিলেন। কিন্তুু ভালোবাসার টানে জীবন সঙ্গীকে পেতে ও শান্তি ধর্ম ইসলাম গ্রহণ করেন। পরে দ্ধুসঢ়;ই জনার সম্মতিতে বিবাহ বন্ধনে আবধ্য হন। বিবাহের দুই বছর এক সাথে তাদের সংসার ভালোই চলছিল। পরে তিন বছরের মাথায় গোপনে বিভিন্ন ছেলেদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেন তার স্ত্রী। এনিয়ে তাদের মাঝে অশান্তি সৃষ্টি হয়। পরে এক পর্যায় সালিশী বৈঠকের মাধ্যমে সমানও হয় তাদের। কিন্তুু কি এক অজানা কারনে স্বামী আল আমিনের বাড়ি থেকে পালিয়ে যান তার স্ত্রী ছকিনা খাতুন।
রবিবার (২৩ অক্টোবর) সাংবাদিকের কাছে অভিযোগ করেন স্বামী আল আমিন। স্ত্রী ছকিনা খাতুনের সাথে মোবাইল ফোনে একাধীকবার যোগযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঝিনাইগাতী উপজেলার নলগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি জানান , সন্তান বিক্রির কথা শুনেছি তবে কে কার খোঁজ রাখে । এব্যাপারে কেউ এগিয়ে আসলে সমাধান করার চেষ্ঠা করবো।
এব্যাপারে সাংবাদিকদের কাছে অভিযোগ করে স্বামী আল আমিন বলেন, আমার স্ত্রী বাড়ি থেকে টাকা নিয়ে উধাও। আমার ছেলে সন্তান কে অন্য জনার কাছে বিক্রি করেছে তা আমি জেনেছি। তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও তার সন্তানকে ফিরে পেতে চান।